নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে জিম্বাবুয়ের ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে ব্যর্থতা অব্যাহত রয়েছে। ঘরের মাঠে প্রথম ম্যাচে ৯ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচের শুরুতে তাদের নাজুক অবস্থা। বুলাওয়াতে বৃহষ্পতিবার শুরু হওয়া দ্বিতীয় ম্যাচের প্রথম দিনেই ৪৯ রানে পিছিয়ে পড়েছে তারা। প্রথমে ব্যাট হাতে মেনে স্বাগতিক জিম্বাবুয়ে প্রথম ইনিংসে মাত্র ১২৫ রানে অল আউট হয়। জবাবে নিউজিলান্ড দিন শেষে ১৭৪ রান করেছে, হারিয়েছে মাত্র ১ উইকেট। ক্রিজে আচেন ডেভন কনওয়ে ও জ্যাকব ডাফি। তাদের সংগ্রহ যথাক্রমে ৭৯ ও ৯। আউট হয়েছেন উইলং ইয়ং। তার সংগ্রহ ৭৪ রান।
বিশ্ব ক্রিকেটে জিম্বাবুয়ের অবস্থা বেশ নাজুক। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগে দিনে দিনে দুর্বল হয়ে পড়ছে। অন্যদিকে নিউজিল্যান্ড দিনব্যাপী আধিপত্য করেছে। বোলিং ও ব্যাটিং বিভাগে আধিপত্যের নিদর্শন রেখেছে।
বুলাওয়াতে শুরু দ্বিতীয় টেস্টে টস জয়ের পর জিম্বাবুয়ের অধিনায়ক আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু তার এ সিদ্ধান্ত সতীর্থরা মোটেও যথোপযুক্ত প্রমাণ করতে পারেনি। একের পর এক উইকেট হারিয়ে নিজেদের ব্যাটিং দৈন্যতা তুলে ধরে। মাত্র চার ব্যাটার দুই অংকের রানের দেখা পায়। সাত ব্যাটার এক অঙ্কের রান করেছেন। ওপেনার ব্রেন্ডন টেলরের ব্যাট থেকে আসা ৪৪ রানই ইনিংসের সর্বোচ্চ রান।
ম্যাট হেনরি ও জাকারি ফোকার্স জিম্বাবুয়ের ইনিংস ধসিয়ে দেন। দুইজনে মিলে নেন ৯ উইকেট। হেনরির শিকার পাঁচ উইকেট আর জাকারি উৎসব করেন চারবার।
নিউজিল্যান্ড তাদের প্রথম উইকেটে জিম্বাবুয়ের সংগ্রহকে ছাড়িয়ে যায়। ডেভন কনওয়ে ও উইল ইয়ং প্রথম উইকেট জুটিতে ১৬২ রান এনে দেন। কনওয়ে ৭৯ রানে অপরাজিত। ৯টি বাউন্ডারি তার ইনিংসে। অন্যদিকে ৭৪ রানে আউট হওয়া উইল ইয়ং ছিলেন একটি বেশি আক্রমণাত্মক। ৭৪ রান করতে ১১টি বাউন্ডারি মেরেছেন তিনি।
