দ্বিতীয় টেস্টে ভারতের রান পাহাড়ে চাপা পড়েছিল স্বাগতিক ইংল্যান্ড। তৃতীয় টেস্ট সেই পাহাড়টা ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে ইংল্যান্ড। তারই অংশ হিসেবে লর্ডস টেস্টের প্রথম দিনে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ২৫১ রান করেছে। এই রানে নেতৃত্ব দিচ্ছেন জো রুট। এরই মধ্যে তিনি নিজের নামের পাশে ৯৯ রান লিখিয়ে নিয়েছেন। তার সঙ্গে রয়েছেন বেন স্টোক, তার রান ৩৯।
প্রথম দুই টেস্টের একটিতে জয় ইংল্যান্ডের অন্যটিতে সাফল্যের হাসি হেসেছে ভারত। গতকাল শুরু হওয়া লর্ডস টেস্টে মুদ্রা ভাগ্যে হেসেছিলেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তবে শুরুটা তাদের মোটেও স্বস্তিদায়ক ছিল না। মাত্র ৪৪ রানে দুই উইকেট হারিয়েছিল তারা। মাত্র ১ রানের ব্যবধানে বেন ডাকেট (২৩) ও জ্যাক ক্রলি (১৮) হন।
তারপর শুরু হয় ইংল্যান্ডের ঘুরে দাঁড়ানোর লড়াই। এ লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন জো রুট। একে একে ওলি পোপ (৪৪) ও হ্যারি ব্রুককে (১১) হারিয়েছেন। তবে এক প্রান্তে অটল পাহাড়ের ন্যায় ব্যাটি চালিয়ে গেছেন। ৯৯ রান করেছেন ১৯১ বলে। ৯টি বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।
রুটের সঙ্গী হিসেবে থাকা বেন স্টোকস করেছেন ৩৯ রান। এই রান করতে তিনি খেলেছেন ১০২ বল। বাউন্ডারি মাত্র তিনটি।
ভারতের সফল বোলার ছিলেন নীতিশ কুমার রেড্ডি। দুই উইকেট নিয়েছেন তিনি। ইংল্যান্ডের হারানো অন্য দুই উইকেট শিকার করেছেন জসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















