আর মাত্র এক দিন পরেই পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির। আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানের করাচিতে পর্দা উঠবে ৮ জাতির মর্যদার এই টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির। তবে আসরের দ্বিতীয় দিন তথা ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। সোমবার দুবাই ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শান্ত-মিরাজরা।
দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় বিকেল ৩ টায়। তবে সমর্থকদের জন্য দুঃসংবাদ হচ্ছে ম্যাচটি কোথাও দেখার সুযোগ নেই। আর প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিয়ে ভারতের বিপক্ষে জিততে চায় টাইগাররা।