২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠছে আগামীকাল বুধবার। করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। তবে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে একদিন পরেই। আগামী বৃহস্পতিবার ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর শুরু করবে নাজমুল হোসেন শান্তরা।
তার আগে গত শনিবার দুবাইয়ে পৌঁছে দুই দিনের অনুশীলন করেছে টিম বাংলাদেশ। দুই দিনের অনুশীলন শেষে সোমবার চ্যাম্পিয়ন্স ট্রফির এক মাত্র প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহীনের বিপক্ষে মাঠে নেমেছিল টাইগাররা। কিন্তু প্রস্তুতি ম্যাচে ব্যাট-বলে ব্যর্থ! পাকিস্তানের ছোটদের বিপক্ষে ৭ উইকেটে লজ্জার হার।
প্রস্তুতি ম্যাচে হারের পর আজ মঙ্গলবার অনুশীলন করবে না শান্ত-মিরাজরা। হোটেলে বিশ্রামে কাটিয়ে দেবেন। তবে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বুধবার অনুশীলন করবে টিম বাংলাদেশ। এরপর বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেলে ৩টায় দুবাইয়ে ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে শান্তবাহিনী।