আট মাসের অপেক্ষার অবসান হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটে। দীর্ঘ ২২৪ দিন পর আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে। আসন্ন ভারত–অস্ট্রেলিয়া সিরিজ ঘিরে তাই এখন তুঙ্গে উন্মাদনা ক্রিকেটপ্রেমীদের মধ্যে।
তিনটি ওয়ানডে ও পাঁচটি টি–টোয়েন্টি ম্যাচের এই সিরিজ শুরু হবে ১৯ অক্টোবর, অস্ট্রেলিয়ার মাটিতে। শেষবার এই দুই তারকাকে ভারতীয় দলে দেখা গিয়েছিল ২০২৫ সালের ৯ মার্চ, চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। এরপর কেটে গেছে ২২৪ দিন। ফলে তাদের প্রত্যাবর্তন ঘিরে দারুণ আগ্রহ তৈরি হয়েছে দর্শক ও বিশ্লেষকদের মধ্যে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার তথ্য অনুযায়ী, সিরিজ শুরুর আগেই বিক্রি হয়ে গেছে প্রায় ১ লাখ ৭৫ হাজার টিকিট—অবশিষ্ট মাত্র ৩০ হাজার। সিডনি ও অ্যাডিলেডের সব টিকিট শেষ, পার্থেও রয়েছে সামান্য কিছু আসন।
এদিকে, ক্রিকেট মহলে জোর গুঞ্জন চলছে—এই সিরিজই হয়তো রোহিত ও কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায়। কারণ, সিরিজের আগেই বড় পরিবর্তন ঘটেছে টিম ম্যানেজমেন্টে। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে রোহিত শর্মাকে, নতুন অধিনায়ক হয়েছেন শুভমান গিল। অনেকের মতে, ২০২৭ বিশ্বকাপের পরিকল্পনায় জায়গা নেই রোহিত–কোহলির। ফলে সিরিজটিকে অনেকেই দেখছেন তাদের সম্ভাব্য ‘ফেয়ারওয়েল ট্যুর’ হিসেবে।
এই সম্ভাবনাই টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। অস্ট্রেলিয়ায় থাকা ভারতীয় প্রবাসী ও স্থানীয় দর্শকদের মধ্যে টিকিটের জন্য পড়েছে হুড়োহুড়ি। টি–টোয়েন্টি সিরিজের টিকিটের চাহিদাও আকাশছোঁয়া—যদিও সেখানে রোহিত ও কোহলি থাকছেন না। তবু বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় দলের খেলা দেখতে উৎসাহী দর্শকদের ভিড় অব্যাহত।
বিশেষ করে তরুণ তারকা অভিষেক শর্মাকে নিয়ে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে। প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে যাচ্ছেন তিনি, আর তাকে একনজর দেখার আগ্রহে মেলবোর্নের ম্যাচের সব টিকিট বিক্রি শেষ হয়ে গেছে তিন সপ্তাহ আগেই।
অস্ট্রেলিয়ায় বসবাসরত ভারতীয়দের প্রায় ৩৬ শতাংশই মেলবোর্নে, তাই ৩১ অক্টোবরের ম্যাচে ঐতিহাসিক ‘ইন্ডিয়ান টেকওভার’ দেখা যেতে পারে এমসিজিতে। সব মিলিয়ে রোহিত শর্মা ও বিরাট কোহলির সম্ভাব্য ‘শেষ নৃত্য’ ঘিরে ভারতীয় ক্রিকেটে তৈরি হয়েছে এক আবেগঘন অধ্যায়—যেখানে টিকিট বিক্রির রেকর্ডই যেন তাদের জনপ্রিয়তার সাক্ষ্য বহন করছে।
