ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে লজ্জাজনক হার। সমালোচনার তীরে বিদ্ধ বাংলাদেশ দল আজ কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে ঘুরে দাঁড়াতে মরিয়া। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় টাইগাররা। একাদশে আনা হয় দুটি পরিবর্তন। লিটন দাসের পরিবর্তে দলে ফেরেন শামীম হোসেন পাটোয়ারী এবং বিশ্রামে থাকা তাসকিন আহমেদের জায়গায় একাদশে আসেন হাসান মাহমুদ।
ব্যাটিংয়ে নেমে অবশ্য শুরুটা মোটেও আশাব্যঞ্জক ছিল না। দলীয় মাত্র ১০ রানের মাথায় প্রথম ধাক্কা খায় বাংলাদেশ। ইনফর্ম পেসার আশিথা ফার্নান্দোর বলে কট বিহাইন্ড হয়ে ১১ বলে ৭ রান করে ফেরেন তানজিদ হাসান তামিম। একেবারে শুরুতেই ওপেনারের বিদায়ে চাপে পড়ে টাইগাররা।
তবে সেই চাপ দ্রুতই সামলে নেন তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্ত ও অপর ওপেনার পারভেজ হোসেন ইমন। শুরুতে সাবধানী ব্যাটিং করলেও ধীরে ধীরে রানের গতি বাড়ান তারা। বল দেখেশুনে খেলতে খেলতে দুজনই একসময় চালিয়ে খেলতে শুরু করেন। একাধিক চমৎকার বাউন্ডারিতে সাজানো এই জুটি একসময় নিয়ন্ত্রণ নেয় ম্যাচের ওপর।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, ১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৬৫/১। শান্ত ১২ এবং ইমন ৩৭ রানে অপরাজিত।**
প্রথম ম্যাচের মতো ব্যাটিং বিপর্যয় এড়াতে এই জুটি গুরুত্বপূর্ণ। ব্যাটিং গভীরতা থাকলেও টপ অর্ডারের বড় জুটি গড়াই আজ ম্যাচে কামব্যাকের মূল চাবিকাঠি হতে পারে।