প্রথম শ্রেণির ক্রিকেটে দীর্ঘ ১৯ বছর পর অবসর নিলেন রাজশাহীর ব্যাটসম্যান ফরহাদ হোসেন। ২০০৫ সালে ক্রিকেটের এই ফরম্যাটে অভিষেক হওয়া এই ব্যাটিং অলরাউন্ডার ১৬১টি ম্যাচে মাঠে নামেন।
৩৭ বছর বয়সে তার ক্রিকেট ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলার মাধ্যমে শেষ হলো তার প্রথম শ্রেণির ক্রিকেট যাত্রা। উল্লেখযোগ্য বিষয়, যেখানে প্রথম ম্যাচটি খেলেছিলেন, সেই রাজশাহীতেই ক্যারিয়ারের শেষ ম্যাচটিও খেলেন তিনি।
প্রথম শ্রেণির ক্রিকেটে তার অর্জন বেশ প্রশংসনীয়। ১৮টি সেঞ্চুরির মাধ্যমে তিনি সংগ্রহ করেছেন ৯০৬৫ রান এবং উইকেট সংখ্যা ১৬৫। এই দীর্ঘ ক্যারিয়ারে প্রতিটি ইনিংসে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি। বিদায়ের মুহূর্তে রাজশাহী-রংপুর ম্যাচের পর ফরহাদকে সম্মাননা জানানো হয়। রাজশাহী বিভাগের পক্ষ থেকে ফরহাদের সতীর্থরা তাকে স্বাক্ষরিত জার্সি উপহার দেন। এছাড়াও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে নির্বাচক হান্নান সরকার তার হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ।
যদিও ক্যারিয়ারের শেষ ম্যাচে সাফল্য পাননি ফরহাদ। রংপুরের বিপক্ষে তার দুই ইনিংসে রান ছিল মাত্র ২৬ ও ৯। তার দল রাজশাহীও হেরেছে ম্যাচটি, দ্বিতীয় ইনিংসে ১৬১ রানে অলআউট হয়ে ১০১ রানের ব্যবধানে পরাজিত হয়। এই জয়ে চার ম্যাচে দ্বিতীয়বারের মতো জয় পেল রংপুর, আর রাজশাহীর জন্য এটি দ্বিতীয় পরাজয়।