বরিশালের বিপক্ষে বিপিএলের ফাইনালে উড়ন্ত সূচনা চিটাগং কিংস। জমজমাট ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ১১তম আসরের।
মেগা ফাইনালে ফরচুন বরিশালের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বিনা উইকেটে ৯৩ রান তুলেছে কিংসরা। ওপেনার পারভেজ হোসেন ইমন ৪৯ ও খাজা নাফায়া ৪৫ রান করে অপরাজিত আছেন।
মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায়। হাইভোল্টেজ ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।