আইপিএল’র মেগা ফাইনালে পাঞ্জাবকে ১৯১ রানের টার্গেট দিল বেঙ্গালুরু। হাইভোল্টে ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রান তুলেছে
টস হেরে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৮ রানে ওপেনার ফিল সল্টের উইকেট হারায় বেঙ্গালুরু। দ্বিতীয় উইকেটে মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ৩৮ রানের জুটি গড়েন কোহলি। ১৮ বলে ২৪ রান করে আগারওয়ালের বিদায়ে ভাঙে সেই জুটিও। ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ৬১ রান করে বেঙ্গালুরু। অধিনায়ক রজত পাতিদার ১৬ বলে ২৬ রান করে দলীয় ৯৬ রানে আউট হন।
৩৫ বলে ৪৩ রান করে বিরাট কোহলি ফেরেন আজমতউল্লাহ ওমরজাইয়ের শিকার হয়ে। কোহলির বিদায়ের পর ব্যাটিংয়ে এসে কিছুটা ঝড় তোলেন জিতেশ শর্মা। তাকে সঙ্গ দিয়েছেন লিয়াম লিভিংস্টোন। পঞ্চম উইকেটে ১২ বলে ৩৬ রানের জুটি গড়েন তারা। ১৭তম ওভারের পঞ্চম বলে ফুলটস বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন লিভিংস্টোন। ১৫ বলে ২৫ রান করে কাইল জেমিসনের শিকার হয়ে ফেরেন তিনি। ১০ বলে ২৪ রান করা জিতেশও ফেরেন পরের ওভারে।
শেষ ৩ ওভারে কেবল ২২ রান করতে পারে বেঙ্গালুরু। সেটাও সম্ভব হয়েছে শেফার্ডের ৯ বলে ১৭ রানের ইনিংসের কল্যাণে। ইনিংসের শেষ ওভারে মাত্র ৩ রান দিয়েছেন আর্শদীপ সিং। পাঞ্জাবের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং এবং কাইল জেমিসন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















