সিলেটে এনসিএল টি-টোয়ন্টিতে শক্তিশালী ঢাকাকে গুঁড়িয়ে দিয়েছে তামিম ইকবালের চট্টগ্রাম। শনিবার সিলেটে এনসিএলে দিনের দ্বিতীয় খেলায় ঢাকাকে কম রানে গুটিয়ে দিয়ে ১০ উইকটে জয় তুলে নেয় চট্টগ্রাম।
চট্টগ্রামের জয়ের নায়ক পেসার ফাহাদ হোসেন। এই বাঁহাতি পেসার ১১ রানে ৪ উইকেট নিয়ে ঢাকা বিভাগকে গুটিয়ে দেয় মাত্র ৬৪ রানে। নতুন বলে পেসার ফাহাদের শুরুর আক্রমণে দিশেহারা হয়ে যায় ঢাকা বিভাগ। টানা ৪ ব্যাটসম্যানকেই আউট করেন বাঁহাতি পেসার। তার শুরুর ধাক্কার পর ম্যাচে ফিরতে পারেনি ঢাকা বিভাগ।
দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন তৈবুর রহমান। ফলে ১৬.৪ ওভারে ৬৪ রানে গুটিয়ে যায় ঢাকা। বল হাতে চট্টগ্রামের পক্ষে ফাহাদ ৪ ওভারে ১১ রানে একাই শিকার করেন চার উইকেট। এছাড়া ইরফান হোসেন, আহমেদ শরিফ ও মাহমুদুল হাসান জয় দুটি করে উইকেট নেন।
জবাবে ব্যাটিংয়ে নেমে তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়ের ব্যাটে ১১ ওভারে ৬৫ রান তুলে নেয় চট্টগ্রাম। জয় ৩৭ বলে ৫ বাউন্ডারি ও দুই ছক্কায় ৪৪ রান করে অপরাজিত থাকেন। এছাড়া তামিম ২৯ বলে চার বাউন্ডারিতে ২১ রান করে অপরাজিত থাকেন।