দীর্ঘ চোটের ধকল সামলে চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় দলে ফেরেন পেসার মোহাম্মদ শামি। এরপর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত পারফর্ম করেন—পাঁচ ম্যাচে যৌথভাবে সর্বোচ্চ ৯ উইকেট শিকার করে প্রমাণ করেন নিজের ধার। কিন্তু সেই টুর্নামেন্টের পর থেকেই জাতীয় দলে তাঁর জায়গা পাওয়া কঠিন হয়ে উঠেছে। আসন্ন অস্ট্রেলিয়া সফরের দুই ফরম্যাটের কোনো স্কোয়াডেই নেই এই অভিজ্ঞ পেসারের নাম।
দলে না থাকার কারণ প্রসঙ্গে শামি শান্ত সুরেই বলেন,
“দল নির্বাচন আমার হাতে নেই। ফিটনেসের সমস্যা থাকলে আমি নিশ্চয়ই এখানে বাংলার হয়ে খেলতাম না। এসব নিয়ে কথা বলে বিতর্ক তৈরি করতে চাই না। যদি চার দিনের ম্যাচ খেলতে পারি, তাহলে ৫০ ওভারের ক্রিকেটও খেলতে পারব।”
ফিটনেস ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি আরও যোগ করেন,
“আপডেট দেওয়া বা নেওয়ার দায়িত্ব আমার নয়। আমার কাজ এনসিএতে (এখন সেন্টার অব এক্সিলেন্স) গিয়ে তৈরি হওয়া ও ম্যাচ খেলা। ফিটনেসের আপডেট দেওয়া তাদের কাজ, যারা দেয়—আমার না।”
অস্ত্রোপচারের পর নতুন করে শুরু করা এই পেসার জানান, জাতীয় দলে ফিরতে হলে তিনি লড়াই চালিয়ে যাবেন।
“আমার দায়িত্ব হলো ম্যাচ খেলা, পারফর্ম করা। নির্বাচনের সিদ্ধান্ত আমার হাতে নেই। না ডাকলে বাংলার হয়ে খেলতেও কোনো সমস্যা নেই। চোট নিয়ে খেলতে চাই না, দলকে ভোগাতেও চাই না। অস্ত্রোপচারের পর শক্তভাবে ফিরে আসতে চেয়েছি, আর তারা যখনই ডাকবে—আমি প্রস্তুত।”
