২০২৫ সালটা যেন ফুটবলে শিরোপা জয়ের বছর! ২২ বছর পর মোহামেডানের লিগ শিরোপা, ১১৯ বছর পর ক্রিস্টাল প্যালেসের সাফল্য কিংবা হ্যারি কেইনের প্রথম ট্রফি—সব মিলিয়ে ফুটবল ভক্তদের জন্য আনন্দঘন বছর। এবার সেই জোয়ারই বইতে যাচ্ছে ক্রিকেটেও, আইপিএলের ফাইনালে।
বাংলাদেশ সময় ৩ জুন রাতে আইপিএলের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দুই দলই টুর্নামেন্টের পুরোনো অংশগ্রহণকারী হলেও কখনও জিততে পারেনি আইপিএল ট্রফি। পাঞ্জাব ২০১৪ সালে একবারই ফাইনালে উঠেছিল, সেখানে হেরে যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে। আর বেঙ্গালুরু তো তিনবার ফাইনাল খেলে তিনবারই ব্যর্থ—২০০৯, ২০১১ এবং ২০১৬ সালে।
এই ফাইনালকে সামনে রেখে রোমাঞ্চ ছড়াচ্ছেন দুই তরুণ অধিনায়ক—শ্রেয়াস আইয়ার (পাঞ্জাব) ও রজত পতিদার (বেঙ্গালুরু)। কাকতালীয়ভাবে এই দুজনই সৈয়দ মুশতাক আলি ট্রফির ফাইনালেও নেতৃত্ব দিয়েছিলেন নিজেদের রাজ্য দলকে। সেবারও মুখোমুখি হয়েছিলেন, ম্যাচটা জিতেছিল শ্রেয়াসের মুম্বাই।
তবে এবার মঞ্চটা আরও বড়—আইপিএল! যে জিতবে, সেই গড়বে ইতিহাস। শ্রেয়াস জিতলে হবেন একমাত্র অধিনায়ক, যিনি তিন ভিন্ন দলকে ফাইনালে তুলেই একটা শিরোপা জিতেছেন। আর রজতের সামনে আছে নিজের প্রথম আইপিএল শিরোপা ছোঁয়ার হাতছানি।
ফাইনাল মানেই চাপ, আর দু’দলের জন্যই এটা হতে যাচ্ছে ‘সব অথবা কিছুই না’-র রাত। শিরোপার জন্য এই ম্যাচেই ভাঙবে কারও বহু বছরের অপেক্ষা, আবার কারও কপালে থাকবে হতাশার দীর্ঘশ্বাস। ক্রিকেট ভক্তরা অপেক্ষায়—কে কাটাবে এই ‘শিরোপা খরা’?
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















