সময়টা যেন মোটেও ভালো যাচ্ছে না সৌম্য সরকারের। সদ্য সমাপ্ত বিপিএলেও চোটের কারণে বেশ কয়েক ম্যাচে অনুপস্থিত ছিলেন এই বাঁ-হাতি ওপেনার। তবুও তাকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়া নিয়ে আশাবাদী ছিলেন নির্বাচকরা।
সে কারণে সৌম্যকে রেখেই টাইগারদের স্কোয়াড সাজানো হয়েছিল। তবে আইসিসির এই মেগা টুর্নামেন্টের অনুশীলন শুরু হতেই ফের চোটে পড়েছেন সৌম্য।
আজও (সোমবার) মিরপুরে অনুশীলনে নামেন ক্রিকেটাররা। সেখানেই নতুন করে চোটে পড়েছেন সৌম্য। মিরপুরে সেন্টার উইকেটে ব্যাটিং অনুশীলনের সময় পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল তার ডান হাতের আঙুলে আঘাত করে। চোট পেয়ে সঙ্গে সঙ্গেই ব্যথায় মাটিতে লুটিয়ে পড়েন সৌম্য।
এরপর বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলামের চিকিৎসার পর সৌম্য সোজা হাঁটা ধরেন ড্রেসিংরুমে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সৌম্যের এমন আঘাত নিশ্চিতভাবে মহা চিন্তায় বিসিবি। কিছুদিন আগেই ডান হাতের এই আঙুলের ইনজুরি থেকেই সেরে ওঠার পর তিনি মাঠে নেমেছিলেন। যদিও তার নতুন এই চোট তেমন গুরুতর নয় বলে জানিয়েছেন ফিজিও।
বিপিএলে এলিমিনেটর-সহ মোট ১৩টি ম্যাচ খেলেছে রংপুর রাইডার্স। এর মধ্যে সৌম্য খেলতে পেরেছেন মোটে ৪ ম্যাচ। ব্যাট হাতে তিনি ছন্দেও ফিরতে শুরু করেছিলেন।
কিন্তু লিগপর্বের শেষ ম্যাচে রংপুরের ব্যাটিং বিপর্যয়ে পড়ার দিনে একাই রান করেছেন তিনি। ৪৮ বলে খেলেছিলেন ৭৪ রানের ইনিংস। যদিও খুলনা টাইগার্সের বিপক্ষে সেদিন হার এড়াতে পারেনি রংপুর।
এলিমিনেটর ম্যাচে কোনো বল মোকাবিলা করার আগেই রানআউটে কাঁটা পড়েন সৌম্য। ফলে দলও ব্যাটিং ব্যর্থতায় হেরে বিদায় নেয় বিপিএল থেকে। এরপর জাতীয় দলের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ থাকলেও, সেটি এখন অনিশ্চয়তায় পড়েছে।
আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। যেখানে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করবে।