ফের আইসিসিরি টি-টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডার পাকিস্তানের সাইম আইয়ূব। আইসিসির সর্বশেষ পুরুষদের খেলোয়াড়দের র্যাংকিং হালনাগাদে বড় পরিবর্তন এসেছে তিন ফরম্যাটেই। পাকিস্তানের সাইম আয়ুব ফের দখল করেছেন টি-টোয়েন্টি অলরাউন্ডার র্যাংকিংয়ের এক নম্বর আসন।
শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ৪ ওভারে ১৭ রান দিয়ে ১ উইকেট এবং ব্যাট হাতে ৩৬ রানের ইনিংস খেলেই তিনি পৌঁছেছেন ক্যারিয়ার-সেরা ২৯৫ রেটিং পয়েন্টে। পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে।
আইয়ূব বোলারদের তালিকায় ১২ ধাপ এগিয়ে এখন ৩৯তম। আর আর ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ৩৫তম স্থানে জায়গা করে নিয়েছেন। শ্রীলঙ্কার কামিল মিশারা পেয়েছেন সপ্তাহের সবচেয়ে বড় অগ্রগতি। পাকিস্তানের বিপক্ষে ৭৬ ও ৫৯ রানের ইনিংস খেলে তিনি ৯১ ধাপ লাফিয়ে উঠে এসেছেন ১৮তম স্থানে।
যা তার ক্যারিয়ারে প্রথমবারের মতো বিশ্বসেরা ২০ ব্যাটারের ক্লাবে প্রবেশ। তার সতীর্থ কুশল মেন্ডিস দুই ধাপ এগিয়ে উঠেছেন ২০তম স্থানে। বাংলাদেশ দলের পারভেজ হোসেন ইমনও দুর্দান্ত উন্নতি করেছেন; আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ৪৩ ও ৩৩* রানের ইনিংস খেলে তিনি ২১ ধাপ এগিয়ে ৩৮তম স্থানে।
পাকিস্তানের আরেক তারকা আবরার আহমেদ ত্রিদেশীয় সিরিজে দারুণ পারফর্ম করে বোলারদের তালিকায় উঠে এসেছেন চতুর্থ স্থানে, শীর্ষ দুইয়ের খুব কাছাকাছি-মাত্র ৮ পয়েন্ট পেছনে। সিরিজের সেরা খেলোয়াড় মোহাম্মদ নবাজও পৌঁছেছেন ক্যারিয়ার-সেরা ১১তম স্থানে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















