বড় জয়ে চট্টগ্রাম পর্বের বিপিএল শুরু বরিশালের

বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা জয় দিয়ে শুরু করল ফরচুন বরিশাল। বৃহস্পতিবার দিনের প্রথম খেলায় ঢাকাকে ৮ উইকেটে হারায় তামিম ইকবালের দল। এ জয়ের ফলে বিপিএলে ছয় ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো বরিশাল।

১৪০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৬ ওভারে ২ উইকেটে হারিয়ে ১৪৫ রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা। দলের পক্ষে ওপেনার তামিম ইকবাল সর্বোচ্চ ৬১ রান করে বিদায় নেন। তার ৪৮ বলের ইনিংসে ছয় বাউন্ডারি ও এক ছক্কার মার ছিল। এছাড়া শান্ত ২ রান করে বিদায় নেন। তবে ডেভিড মালান ৪১ বলে অপরাজিত ৪৯ ও জাহানদাদ খান ১৩ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা। তবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ঢাকা। ওপেনার তানজিদ হাসান তামিম ছাড়া ঢাকার আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি। লিটন ১৩,মুনিম শাহরিয়ার শুন্য, সাব্বির রহমান ১০ ও থিসারা পেরেরা শুন্য রানে বিদায় নেন। এরপর মোসাদ্দেক ১১ রানে বিদায় নিলে তামিম সর্বোচ্চ ৬২ রান করে ফেরেন।

তার ৪৪ বলের ইনিং দুই বাউন্ডারি ও চার ছক্কার মার রয়েছে। শেষ দিকে ফারমানউল্লাহ ২২ রান করে বিদায় নেন। ফলে ১৯.৩ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ঢাকা। বল হাতে ঢাকার হয়ে তানভির ইসলাম ৩ ওভারে ৩৯ রানে নেন তিনটি উইকেট।

Exit mobile version