৪৩ রানের বড় জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো ভারত। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে, ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২১৩ রানের বড় সংগ্রহ পায় সফরকারী ভারত। জবাবে, ১৯ ওভার দুই বলে ১৭০ রানে গুটিয়ে যায় স্বাগতিক শ্রীলঙ্কা। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন টি-টোয়েন্টিতে ভারতের নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব।
বলা যায় দাপুটে শুরু করলেন নতুন কোচ গৌতম গম্ভীর ও টি-টোয়েন্টির নতুন অধিনায়ক সূর্যকুমার যাদব। মূলত গম্ভীরের পছন্দের কারণেই হার্ডিক পান্ডিয়াকে বাদ দিয়ে ভারতের টি-টোয়েন্টিতে কান্ডারি নির্বাচিত হন সূর্যকুমার। প্রথম ম্যাচেই ব্যাট হাতে ২৬ বলে ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করে আস্থার প্রতিদান দিলেন সূর্যকুমার যাদব।
ভারতের বড় জয়ের ভিতটা অবশ্য গড়ে দেন দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। ৬ ওভারে তাদের ব্যাটে আসে ৭৪রান। অবশ্য পর পর দুই বলে এই জুটিকে বিদায় করেন হাসারাঙ্গা ও মাদুশাঙ্কা।
তৃতীয় উইকেটে দলীয় সংগ্রহকে ১৫০ এ নিয়ে যান টি-টোয়েন্টিতে ভারতের নতুন কাণ্ডারি সূর্যকুমার ও রিশভ পন্থ। পন্থ ও সঞ্জু স্যামসনের মধ্যে প্রতিযোগিতা চলছে একাদশে জায়গা করে নেয়ার। গম্ভীরের প্রথম অ্যাসাইনমেন্টে পন্থকেই বেছে নেয়া হয়েছে। তাতে ভালোভাবেই উৎরে গেলেন সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের তৃতীয় রান সংগ্রাহক পন্থ।
১৪তম ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে ৫৮ রান তুলে নেন সূর্যকুমার। আর পন্থ আউট হন ৪৯ রানে। টপ অর্ডারের চার ব্যাটার বড় রান পেলেও পরের দিকের ব্যাটাররা আর সুবিধা করতে পারেননি।
শ্রীলঙ্কার পক্ষে মাথিশা পাথিরানা চার ওভারে ৪০ রান দিয়ে চার উইকেট পেয়েছেন। এছাড়া একটি করে উইকেট নিয়েছেন দিলশান মাদুশাঙ্কা, আসিথা ফার্নান্দো ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
২১৪ রানের বড় টার্গেটে খেলতে নেমে পাথুম নিশাঙ্কা ও উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিস স্বাগতিকদের জয়ের স্বপ্ন দেখান। দলীয় ৮৪ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। আর্শদ্বীপ সিংয়ের বলে জয়সওয়ালের তালুবন্দী হওয়ার আগে ৪৫ রান করেন কুশল। তার আউটের পর লঙ্কানদের কাঙ্খিত পথেই রেখেছিলেন পাথুম। কিন্তু দলীয় ১৪০ রানে ইনিংস সর্বোচ্চ ৭৯ রান করেন আউট হন পাথুম। পরের দিকের ব্যাটাররা আর সুবিধা করতে পারেননি। ফলে চার বল হাতে রেখেই ১৭০ রানে গুটিয়ে যায় স্বাগতিক দল।
রিয়ান পরাগ ভারতের পক্ষে বল হাতে ঝলক দেখান। এক ওভার দুই বলে তুলে নিয়েছেন লঙ্কানদের তিন উইকেট। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন আর্শদ্বীপ সিং ও অক্সার প্যাটেল। এছাড়া মোহাম্মদ সিরাজ ও রবি বিষ্ণোই নিয়েছেন একটি করে উইকেট।
একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি বাংলাদেশ সময় ২৮ জুলাই রাত সাড়ে ৭টায় শুরু হবে।