আবু ধাবীতে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে হারিয়েছে আয়ারল্যান্ড। এই জয়ে সিরিজে হোয়াইট ওয়াশ এড়ালো আইরিশরা। টানা দুই ম্যাচ জিতে সিরিজে আগেই নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা।
আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে, টস জিতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৮৪ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড। জবাবে খেলতে নেমে দলীয় ১০ রানে তিন উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ৪৬ ওভার এক বলে ২১৫ রানে গুটিয়ে যায়।
আইরিশদের জয়ে বড় ভূমিকা ছিলো দলটার টপ অর্ডার ব্যাটারদের। উদ্বোধনী জুটিতে ১০১ রান করেন অ্যান্ডি বালবির্নি ও অধিনায়ক পল স্টার্লিং। বালবির্নি ৪৫ রান করে আউট হলেও ইনিংস সর্বোচ্চ ৮৮ রান করেন স্টার্লিং।
আইরিশদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৬০ রান করেন হ্যারি টেক্টর। এছাড়া কার্টিস ক্যাম্ফার ৩৪ ও লরকান টাকার ২৬ রান করেন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ১০ ওভারে ৫৬ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন লিজার্ড উইলিয়ামস। এছাড়া দুটি করে উইকেট পেয়েছেন ওটনিয়েল বার্টম্যান ও অ্যান্ডিল ফেহলাকওয়াইও।
প্রথম দুই ম্যাচে যথাক্রমে ১৩৯ ও ১৭৪ রানের বড় ব্যবধানে জয় পাওয়া দক্ষিণ আফ্রিকা এই ম্যাচের শুরুতেই হোচট খায়।প্রথম ওভারেই দলীয় চার রানে রায়ান রিকেলটনের উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা ১০ রানের মধ্যেই আরও দুই উইকেট হারায়। রিকেলটনের পর রসি ভ্যান ডার ডুসেন ও কাইল ভেরিয়েন্নের উইকেট হারিয়ে রীতিমতো ধুকতে থাকে।
শুরুর ধাক্কা কাটিয়ে মিডল অর্ডারের ব্যাটাররা প্রতিরোধ গড়েছিলেন। একপ্রান্ত আগলে জ্যাসন স্মিথ একাই লড়াই চালাতে সক্ষম হন। কিন্তু অন্য প্রান্তে আসা যাওয়া থামানো যায়নি। ফলে বিফলে যায় তার ৯১ রানের লড়াকু ইনিংস।
দলের নবম ব্যাটার হিসেবে দলীয় ২০৯ রানে জ্যাসন স্মিথ আউট হওয়ার পর ২১৫ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।