বড় ব্যবধানে হারের মুখে জিম্বাবুয়ে

বুলাওয়া টেস্ট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে হারের পর জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টেও বড় হারের মুখে। বুলাওয়া টেস্টে দ্বিতীয় দিন শেষেই বিপর্যস্ত অবস্থা স্বাগতিক জিম্বাবুয়ের। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৫ উইকেটে ৬২৬ রানের জবাবে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে মাত্র ১৭০ রানে অল আউট হয়। ফলো অনেও সুবিধা করতে পারছে না। ৫১ রান করতে ১ উইকেট হারিয়েছে দলটি। ইনিংস ব্যবধানে হার এড়াতে তাদের এখনো ৪০৫ রান দরকার।

দক্ষিণ আফ্রিকার বিশাল স্কোরের সামনে দাঁড়িয়ে জিম্বাবুয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে এসেছে। কিছুটা ব্যতিক্রম ছিলেন শীন উইলিয়ামস। বিশাল চাপের মুখে তিনি ছিলেন অটল। প্রোটিয়া বোলারদের হতাশায় ডুবিয়ে নিজের উইকেটটা অক্ষত রেখেছেন। ৮৩ রানে অপরাজিত তিনি। কিছুটা আক্রমণাত্মক ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার। মাত্র ৯৪ বলে এই রান তার। সাতটি বাউন্ডারি ও দুই ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংসটি।

জিম্বাবুয়ে ব্যাটাররা প্রোটিয়াদের কোনো বোলারকে হতাশ করেনি। সবচেয়ে সফল ছিলেন প্রিনিলান সুব্রায়েন। চার উইকেট শিকার তার।

দ্বিতীয় ইনিংসে কিছুটা স্বস্তিদায়ক ব্যাটিং উপহার দিয়ে চলেছে জিম্বাবুয়ে। কাইতানো ৩৪ রানে ব্যাট করছেন। তার সঙ্গে আছেন নিক ওয়েলচ। ইনিংস ব্যবধানে হার এড়ানো এখন কঠিন জিম্বাবুয়ের জন্য।

Exit mobile version