হ্যামিলটনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষেই চালকের আসনে নিউজিল্যান্ড। প্রথম দুই টেস্ট হেরে সিরিজ হাতছাড়া করা নিউজিল্যান্ড হ্যামিলটন টেস্টের দ্বিতীয় দিন শেষে এগিয়ে আছে ৩৪০ রানে। প্রথম ইনিংসে কিউইদের ৩৪৭ রানের জবাবে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৪৩ রানে। ২০৪ রানের লিড পায় নিউজিল্যান্ড। কিন্তু ইংলিশদের ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেটে ১৬৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে ব্ল্যাক ক্যাপসরা।
ইংল্যান্ডের বিপক্ষে তিন টেস্ট সিরিজে প্রথম দু’টি হেরে ইতোমধ্যে সিরিজ খুঁইয়েছে নিউজিল্যান্ড। হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে সিরিজের শেষ টেস্ট ও টিম সাউদির বিদায়ী ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা।
প্রথম ইনিংসে ৯ উইকেট হারিয়ে ৩১৫ রানে প্রথম দিন শেষ করা কিউইরা আজ দশম উইকেট জুটিতে সব মিলে দলীয় স্কোরে ৪৪ রান যোগ করে। শেষ পর্যন্ত ৩৪৭ রানে থামে তাদের ইনিংস।
এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ডকে ১৪৩ রানে গুটিয়ে দিয়েছে ব্ল্যাক ক্যাপসরা। ২০৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে দিন শেষ করে ৩ উইকেটে ১৩৬ রানে। ফলে এখন পর্যন্ত ৩৪০ রানের লিড পেয়েছে নিউজিল্যান্ড। ৫০ রান নিয়ে কেন উইলিয়ামসন ২ রানে ব্যাটিংয়ে ছিলেন রাচিন রাবিন্দ্র।
হ্যামিল্টনে আজ দশম উইকেট জুুিটতে দলীয় স্কোরে ৪৪ রান যোগ করার পেছনে বড় অবদান ছিল মিচেল স্যান্টনারের। আগের দিনের ৫০ রানের সাথে আরো যোগ করেন ২৬ রান। শেষ পর্যন্ত ৫ রানে অপরাজিত ছিলেন ও’রোর্ক।
ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নামার পর থেকেই বিপর্যয় পিছু ছাড়েনি। ৫ উইকেট হারায় তারা ৮২ রানে। ইংলিশদের ইনিংসে সবচেয়ে বড় উইকেট জুটি ছিল বেন স্টোকস ও ওলি পোপের ব্যাটে। এরপর অলি পোপকে ফিরিয়ে ৫২ রানের জুটি ভাঙেন স্যান্টনার।
সফরকারীদের ইনিংসে কোনো ফিফটির দেখা পায়নি কোনো ব্যাটার। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ছিল ৩২ রান জো রুটের। বিদায়ী টেস্টের প্রথম ইনিংসে বল হাতে কোনো উইকেটের দেখা পাননি সাউদি। চারটি উইকেট নেন ম্যাট হেনরি। তিনটি করে উইকেট নিজের ঝুলিতে পুড়েন ও’রোর্ক ও স্যান্টনার।
নিউজিল্যান্ড বড় লক্ষ্যের দিকে এগিয়ে নেয়ার পথে দ্বিতীয় ইনিংসে শুরুটা ভালোই করেন দুই ওপেনার টম লাথাম ও উইল ইয়ং। ৩৫ রানের উদ্বোধনী জুটি ভাঙেন অ্যাটকিনসন। ১৯ রান করা লাথামকে সরাসরি বোল্ড করে অ্যাটকিনসন। এরপর উইলিয়ামসনকে নিয়ে ছুটে চলেন ইয়ং। এই জুটিতে ৮৯ রান আসার পর এবার ৬০ রানে বিদায় নেন ইয়ং। নাইটওয়াচম্যান হিসেবে মাঠে এসে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন ও’রোর্ক। বেন স্টোকস ২টি ও একটি উইকেট নেন অ্যাটকিনসন।