পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে ভয়াবহ বন্যায় প্রাণ হারিয়েছেন নারী-শিশুসহ অন্তত চার শতাধিক মানুষ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) তথ্য অনুযায়ী, এ দুর্যোগে প্রায় সাড়ে তিন হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে যার ফলে বাস্তুচ্যুত হয়েছে অএঙ্ক মানুষ। বন্যার এই ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে এসেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি।
পাখতুনখোয়ার ক্রীড়া অধিদপ্তর ও প্রাদেশিক সরকারের সহযোগিতায় মাসের শেষ দিকে একটি প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজন করতে যাচ্ছে জালমি। আগামী ৩০ আগস্ট পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে পেশোয়ার জালমি ও লেজেন্ডস একাদশ। ইতোমধ্যে ‘খেলার মাধ্যমে সহায়তা’ স্লোগানে শুরু হয়েছে ম্যাচটির প্রচারণা।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপারের খবরে জানা গেছে, ম্যাচে অংশ নেবেন দেশের একাধিক তারকা ও কিংবদন্তি ক্রিকেটার। তাদের মধ্যে আছেন সাবেক অধিনায়ক বাবর আজমও। ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে।
এ প্রসঙ্গে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বলেন, ‘পাকিস্তানে ক্রিকেট সবসময় ঐক্যের প্রতীক। বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই-বোনদের পাশে দাঁড়াতে চাই। এ প্রদর্শনী ম্যাচকে শুধু খেলা নয়, অর্থবহ সহায়তায় রূপান্তরিত করাই আমাদের লক্ষ্য।’
এই মহৎ উদ্যোগে অংশ নিতে ক্রিকেটপ্রেমী, দাতব্যকর্মী ও বৃহত্তর সমাজকে আমন্ত্রণ জানিয়েছে জালমি ফ্র্যাঞ্চাইজি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















