ক্যারিয়ারে রেকর্ডের পর রেকর্ড গড়েছেন ভারতের সাবেক তারকা শচীন টেন্ডুলকার। রেকর্ডের পর রেকর্ড নতুন করে লিখতে বাধ্য করেছেন। শুধু ব্যাট হাতে নয়, বল হাতেও দক্ষতার পরিচয় দিয়েছেন। তবে একটা কীর্তিকে তাকে ছাপিয়ে গেছেন তার ছেলে অর্জুন টেন্ডুলকার।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ৭১ ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০১ উইকেট শিকার করেছেন শচীন টেন্ডুলকার। বল হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন তিনি। ওয়ানডে ও লিস্ট ‘এ’ ক্রিকেটে একাধিকবার ম্যাচে ৫ উইকেটও পেয়েছেন। তবে একটা অপ্রাপ্তি রয়েছে শচীন টেন্ডুলকারের। প্রথম শ্রেণীর ক্রিকেটে কখনো ইনিংসে ৫ উইকেটের দেখা পাননি। এখানেই বাবাকে ছাড়িয়ে গেছেন অর্জুন। রঞ্জি ট্রফিতে ইনিংসে ৫ উইকেটের দেখা পেয়েছেন।
রঞ্জি ট্রফির প্লেট লিগে গোয়ার হয়ে অরুণাচল প্রদেশের বিপক্ষে ২৫ রানে ৫ উইকেট নিয়েছেন অর্জুন। ১৭ ম্যাচের ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট পেলেন তিনি। বুধবার অনুষ্ঠিত ম্যাচে ৯ ওভার বোলিংয়ে তিনি তিনটি মেডেন ওভার করে। ৩৬ রানের মধ্যে টপ অর্ডারের পাঁচ ব্যাটারকে আউট করেন।
২০২২ সালে রাজস্থানের বিপক্ষে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল অর্জুনের। অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেছিলেন তিনি। গোয়ার হয়ে এ পর্যন্ত তিনি ৩২ উইকেট নিয়েছেন।