বাঁচা-মরার ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

আইসিসি ওয়ানডে বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে পাকিস্তান। সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকার লক্ষ্যে এই ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের। অন্যদিকে আজকের ম্যাচে জিতলে সেমিফাইনালের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে কিউইরা। বাঁচা-মরার ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।

দুই দলই আজ মাঠে নেমেছে দুইটি পরিবর্তন নিয়ে। ইনজুরি সারিয়ে এই ম্যাচ দিয়ে একাদশে ফিরেছেন নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। দলে ফিরেছেন মিডলঅর্ডার ব্যাটার ড্যারেল মিচেলও। পাকিস্তান দল থেকে বাদ পড়েছেন উসামা মীর এবং মোহাম্মদ নাওয়াজ। তাঁদের পরিবর্তে পাকিস্তানের জার্সিতে আজ মাঠে নেমেছেন সালমান আগা এবং অভিজ্ঞ পেসার হাসান আলী।

পাকিস্তান একাদশঃ

আব্দুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, হাসান আলী, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম, হারিস রউফ।

নিউজিল্যান্ড একাদশঃ

ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন, ড্যারেল মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।

Exit mobile version