চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির আশা বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। পাকিস্তানের রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়! হাইভোল্টেজ ম্যাচ টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
পাকিস্তানের এই ভেন্যুর সঙ্গে বাংলাদেশের স্মৃতির বয়সটা বেশ পুরাতন। ২০০৩ সালে এই মাঠে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৫ উইকেটে হেরেছিল টাইগাররা। ২০২০ সালে একই মাঠে টেস্টে ছিল ইনিংস ব্যবধানে হারের লজ্জা। তবে সবশেষ ২০২৪ এর আগস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট এবং প্রথমবার টেস্ট সিরিজ জয়টাও হয়েছিল এই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ফলে রাওয়ালপিন্ডিতে ব্যাপক সংস্কার হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে।
সবমিলিয়ে দুই দলের ৪৫ দেখায় বাংলাদেশ জিতেছে ১১ ম্যাচে। আর নিউজিল্যান্ডের জয় ৩৩ ম্যাচে। ১টি ম্যাচে কোনো ফলাফল আসেনি। সবশেষ দেখায় নেপিয়ারে জয় পেয়েছিল বাংলাদেশই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার ম্যাচে একাদশে দুই পরিবর্তন রয়েছে বাংলাদেশের। সৌম্য সরকার ও তানজিম হাসান সাকিবের জায়গায় দলে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও নাহিদ রানা। ভারতের বিপক্ষে ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি অভিজ্ঞ রিয়াদ।
আর বাংলাদেশের বিপক্ষে দুটি পরিবর্তন নিয়ে নামছে নিউজিল্যান্ডও। নাথান স্মিথের জায়গায় একাদশে ফিরেছেন কাইল জেমিসন। ডেরিল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, নাহিদ রানা এবং মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ : উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।