চ্যাম্পিয়ন্স ট্রফির সেমির আশা বাঁচিয়ে রাখতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। পাকিস্তানের রাওয়ালপিন্ডির পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামের ম্যাচটি শুরু হবে দুপুর তিনটায়! পাকিস্তানের এই ভেন্যুর সঙ্গে বাংলাদেশের স্মৃতির বয়সটা বেশ পুরাতন। ২০০৩ সালে এই মাঠে ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই ম্যাচে ৫ উইকেটে হেরেছিল টাইগাররা।
২০২০ সালে একই মাঠে টেস্টে ছিল ইনিংস ব্যবধানে হারের লজ্জা। তবে সবশেষ ২০২৪ এর আগস্টে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট এবং প্রথমবার টেস্ট সিরিজ জয়টাও হয়েছিল এই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। ফলে রাওয়ালপিন্ডিতে ব্যাপক সংস্কার হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে।
অন্যদিকে সাম্প্রতিক সময়টা ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের সময়টা ভালো যাচ্ছে না। ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে হেরেছে শান্তর দল। তাই পিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে সুখস্মৃতির সঙ্গে তাই কিছুটা দুর্ভাবনা থাকছে বাংলাদেশ ক্যাম্পে। কিউইদের বিপক্ষে এই ম্যাচটায় ভুল করার সুযোগ নেই। হারলেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়। জিতলে আশা বেঁচে থাকবে নাজমুল শান্তদের।
অন্যদিকে নিউজিল্যান্ড জিতলে ভারতের মতো তাদেরও পয়েন্ট হবে ৪। তখন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিদায় নিশ্চিত হবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের স্কোয়াডে কিছুটা পরিবর্তন আসতেই পারে। পিন্ডি স্টেডিয়ামের চরিত্র অনুযায়ী তানজিম সাকিবের পরিবর্তে এদিন দলে ফিরতে পারেন নাহিদ রানা। এছাড়া বাকি সবক্ষেত্রেই খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই।
সবমিলিয়ে দুই দলের ৪৫ দেখায় বাংলাদেশ জিতেছে ১১ ম্যাচে। আর নিউজিল্যান্ডের জয় ৩৩ ম্যাচে। ১টি ম্যাচে কোনো ফলাফল আসেনি। সবশেষ দেখায় নেপিয়ারে জয় পেয়েছিল বাংলাদেশই।