বাংলাদেশকে বিধ্বস্ত করে ভারত ফাইনালে

ভারতের অধিনায়ক গায়কোয়াড়। ম্যাচের সব বিভাগেই ছায়া হয়ে ছিলো বাংলাদেশ।

স্বপ্ন ছিল ফাইনাল খেলার। কিন্তু সে স্বপ্ন চুরমার হয়েছে ভারতের বিপক্ষে সেমিফাইনালে। এশিয়ান গেমস ক্রিকেটে ভারতের কাছে নাস্তানাবুদ হয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী ভারত। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে বাংলাদেশের করা ৯৬ রানের জবাবে ভারত ৬৪ বল হাতে রেখেই ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

স্কোরকার্ডে বিষয়টা পরিস্কার যে বাংলাদেশ বোলিং, ব্যাটিং কোনো ডিপার্টমেন্টে ভালো করতে পারেনি। কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়াকে হারাতেই বাংলাদেশের নাভিশ্বাস উঠেছিল। সেখানে ভারত যে কঠিন প্রতিপক্ষ হয়ে দেখা দেবে এটা আগেই জানা ছিল। মাঠে তার ব্যতিক্রম কিছু হয়নি।

ভারতের আমন্ত্রণে আগে ব্যাট হাতে নেমে বাংলাদেশের ব্যাটাররা আসা  যাওয়ার প্রতিযোগিতায় নেমেছিল। একপাশে ওপেনার পারভেজ হোসেন ইমন কিছুটা দৃঢ়তা দেখালেও অন্য প্রান্তে ব্যাটাররা এসেছেন আর ফিরেছেন। মাহমুদুল হাসান জয়  (৫), অধিনায়ক সাইফ হাসান (১), জাকির হাসান (০), আফিফ হোসেন (৭) ও শাহাদাত হোসেন (৫) দলকে বিপদে ঠেলে দেন। এ অবস্থা থেকে বাংলাদেশ আর নিজেদের বের করে আনতে পারেনি। তবে শেষ দিকে জাকের আলীর ২৯ বলে ২৪ রানে কিছুটা সম্মান রক্ষা হয়। ওপেনার ইমনের সংগ্রহ ছির ২৩ রান।

জবাবে জয় নিয়ে ভারতকে চিন্তা করতে হয়নি। যদিও দলীয় রানের খাতা  খোলার আগেই তারা ওপেনার জয়সালকে হারিয়েছিল। কিন্তু ঋতুরাজ গায়কোয়াড় এবং তিলক ভার্মা দলকে আর বিপদে পড়তে দেননি। তারাই দলকে জয় এনে দেন। গায়কোয়াড় ২৬ বলে ৪০ রানে অপরাজিত থাকেন। আর তিলকা ভার্মা তো বাংলাদেশের বোলারদের ওপর স্টিম রোলার চালিয়েছেন। মাত্র ২৬ বলে ৫৫ রানে অপরাজিত তিনি। দুটো বাউন্ডারির পাশাপাশি চারটি ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে।

Exit mobile version