এশিয়া কাপ টি-টোয়েন্টিতে প্রথম সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারাতে ১৬৯ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। গতকাল দুবাইয়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান তোলে লঙ্কানরা।
টস হেরে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছে শ্রীলঙ্কা। প্রথম ৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে শ্রীলঙ্কা তোলে ২৮ রান। একাদশে ফেরা পেসার শরিফুল ইসলামের দুই ওভার থেকে এসেছে ২৩ রান।
পঞ্চম ওভারে আক্রমণে এসে প্রথম বলে পাথুম নিসাঙ্কার ব্যাটে ছক্কা হজম করেন তাসকিন আহমেদ। তবে ওভারের শেষ করেন হাসি মুখে। শেষ বলে পেলেন নিসাঙ্কার উইকেট। মিডল-লেগ স্টাম্পে পিচ করা ডেলিভারি ফ্লিক করেন নিসাঙ্কা। টাইমিং করতে পারেননি লঙ্কান ওপেনার। সীমানা থেকে অনেকটা এগিয়ে এসে ক্যাচ নেন সাইফ হাসান। ভাঙে ৩০ বল স্থায়ী ৪৪ রানের উদ্বোধনী জুটি।
১৫ বলে তিন চার ও এক ছক্কায় নিসাঙ্কা করেন ২২ রান। ৫ ওভারে শ্রীলঙ্কার রান ১ উইকেটে ৪৪। এরপর ক্রিজে কুসাল মেন্ডিসের সঙ্গী কামিল মিশারা। এ জুটি পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা ঝড় তোলে। ৬ ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৩।
এরপর কুসাল মেন্ডিস-ঝড় থামান মেহেদি। আগের ওভারে ছক্কা হজমের মধুর প্রতিশোধ নেন তিনি। ঝড়ের আভাস দেওয়া কুসাল মেন্ডিসকে ফিরিয়ে দিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।
মিডল স্টাম্পে থাকা ডেলিভারিতে সুইপ করে ছক্কার চেষ্টায় সফল হননি মেন্ডিস।
ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ নেন সাইফ হাসান। ২৫ বলে তিন ছক্কা ও এক চারে ৩৪ রান করেন লঙ্কান ওপেনার। এবার মিশারাকেও ফেরান মেহেদি। পরপর দুই ওভারে দুটি উইকেট তুলে নেন এই স্পিনার। ১১ বলে মিশারা করেন ৫ রান।
১০ ওভারে শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৭২। এবার কুসাল পেরেরাকে ফেরান পেসার মুস্তাফিজ। আগের ওভারে যার ক্যাচ ধরার চেষ্টাই করেননি মুস্তাফিজুর রহমান। এবার আক্রমণে ফিরে বিদায় করলেন সেই কুসাল পেরেরাকে। ফিজের বল ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে লিটন দাসের গ্লাভসে। ১৬ বলে এক চারে কুসাল পেরেরা করেন ১৬ রান।
১৫তম ওভারে ফিরে খরুচে বোলিং করলেন নাসুম আহমেদ। নিজের ওভারে দুই ছক্কা ও এক চারে দিলেন ১৭ রান।
আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করা নাসুম এবার ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেটশূন্য।
জীবন পেয়ে ৩০ বলে শানাকার পঞ্চাশ পূর্ণ করেন। শেষ পর্যন্ত এই লঙ্কান ৩৭ বলে তিন বাউন্ডারি ও ছয় ছক্কায় অপরাজিত ৬৪ রান করেন। বল হাতে মোস্তাফিজ ৪ ওভারে ১৯ রান দিয়ে নেন তিন উইকেট। মেহেদী ৪ ওভারে ২৫ রানে দুটি উইকেটে নেন। এছাড়া তাসকিন আহমেদ ৪ ওভারে ৩৭ রানে নেন একটি উইকেট। শরিফুল ৪ ওভারে বিনা উইকেট খচর করেন ৪৯ রান। এছাড়া নাসুম ৪ ওভারে ৩৬ রান দিয়ে উইকেট শূণ্য।
সংক্ষিপ্ত স্কোর
শ্রীলঙ্কা ২০ ওভারে ১৬৮/৭
