ঢাকায় ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে ৩-০তে হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক বাংলাদেশ। মিরপুরে ওয়ানডে সিরিজে ব্যর্থ হলেও সিলেটে আইরিশ নারীদের আসল রূপ দেখা গেল।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৭০ রানের বিশাল টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে সফরকারীরা।
শেষ পর্যন্ত অধিনায়ক ওপেনার গ্যাবি লুইস ও লিয়া পলের ঝড়ো ইনিংসে প্রথম টি-টোয়েন্টিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৬৯ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। গ্যাবি লুইস ৪২ বলে ৭ বাউন্ডারি ও দুই ছক্কায় ৬০ রান করে বিদায় নেন। তবে রিয়া পল ৪৫ বলে ১০ বাউন্ডারি ও দুই ছক্কায় অপরাজিত ৭৯ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া অবশ্য আয়ারল্যান্ডের আর কোন ব্যাটার সুবিধা করতে পারেনি।