আফগানিস্তান: ২৯৩/৯ (৫০ ওভার) (জাদরান ৯৫, নবী ৬২*, সাইফ ৩-৬)
বাংলাদেশ: ৯৩/১০ (২৭.১ ওভার) (সাইফ ৪৩, সামি ৫-৩৩, রশিদ ৩-১২) কে ২০০ রানে হারিয়েছে।
আবুধাবিতে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২০০ রানের জয়ের পাশাপাশি সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো আফগানিস্তান। টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৯৩ রানের বড় সংগ্রহের পর বাংলাদেশকে মাত্র ৯৩ রানে গুটিয়ে দেয় মোহাম্মদ নবী ও রশিদ খানরা। টি-টোয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইট ওয়াশ করা বাংলাদেশ ওয়ানডে সিরিজে হারলো একই ব্যবধানে।
আবুধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের ওপর তৃতীয় ওয়ানডেতে রীতিমতো ছড়ি ঘুরিয়েছে আফগানরা। ব্যাটিংয়ে ইব্রাহিম জাদরান এবং মোহাম্মদ নবীর দুর্দান্ত হাফসেঞ্চুরির পর মিডিয়াম পেসার বিলাল সামি ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেয়েছেন। এই ম্যাচেও রশিদ খানের স্পিনের সামনে বাংলাদেশের ব্যাটাররা অসহায় ছিলেন। নিজের প্রথম তিন ওভারেই একটি করে উইকেট পেয়েছেন তিনি। এর মধ্যে তাওহীদ হৃদয় ও সাইফ হাসান সরাসরি বোল্ড হয়েছেন। আর এলবিডাব্লিউ হয়েছেন উইকেটরক্ষক-ব্যাটার নুরুল হাসান সোহান।
প্রথম দুই ওয়ানডেতেও বাংলাদেশের ব্যাটাররা খুব একটা সুবিধা করতে পারেনি। তৃতীয় ম্যাচে ব্যর্থতার ষোলকলা পূর্ণ হয়েছে। বাংলাদেশের ব্যাটিংয়ের শুরুতেই ক্রিকেটারদের নার্ভাসের বিষয়টি চোখে পড়েছে। তার পুরো সুযোগ নিয়েছেন প্রতিপক্ষের বোলাররা। মোহাম্মদ নাইম প্রথম ২৩ বল করেছেন মাত্র ৭ রান। এর পরের বলেই তিনি আউট হয়েছেন।আজমতুল্লাহ ওমরজাইয়ের বলে নাইম ক্যাচ দিয়েছেন মোহাম্মদ নবীর হাতে।
