বাংলাদেশকে ২০৭ রানের পাহাড়সম টার্গেট দিলো শ্রীলঙ্কা

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

আজ বাংলাদেশের বোলিং ইনিংস শুরু করেছেন শরিফুল ইসলাম। নিজের প্রথম ডেলিভারিতে আভিস্কা ফার্নান্ডোর কাছে চার খেলেও তার পরের বলেই এই লঙ্কান ওপেনারের উইকেট তুলে নেন শরিফুল।

ইনিংসের পঞ্চম ওভারের তৃতীয় বলে কামিন্দু মেন্ডিসের উইকেট তুলে নেন দেশের আরেক তারকা পেসার তাসকিন আহমেদ। তাঁর আগের ওভারেই প্রথমবারের মতো এসে ১১ রান দিয়েছিলেন স্পিনার মেহেদী হাসান। ভয়ংকর হতে থাকা জুটিটি ভেঙেছেন তাসকিন। কামিন্দু থেমেছেন ১৪ বলে ১৯ রান করে। দলীয় ৩৭ রানে নিজেদের দ্বিতীয় উইকেট হারায় শ্রীলঙ্কা।

ইনিংসের ১৫তম ওভারে ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা কুশাল মেন্ডিসকে ফিরিয়েছেন রিশাদ হোসেন। সাজঘরে ফেরার আগে তাঁর ব্যাট থেকে ৩৬ বলে ৫৯ রান এসেছে।

শ্রীলঙ্কার হয়ে এদিন ব্যক্তিগত সর্বোচ্চ রান এসেছে সাদিরা সামারাবিক্রমার ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৪৮ বলে ৬১ রান করে অপরাজিত ছিলেন তিনি। মেন্ডিসকে নিয়ে ৯৬ রানের পার্টনারশিপ গড়েছেন তিনি।

এদিন লঙ্কানদের হয়ে ২১ বলে ৪৪ রানের ক্যামিও ইনিংস খেলেছেন অধিনায়ক চারিত আসালাঙ্কা।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ২০৬ রানের বিশাল সংগ্রহ করে সফরকারীরা।

Exit mobile version