বাংলাদেশকে ২৩০ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস

এবারের বিশ্বকাপে দ্বিতীয় জয়ের খুঁজে নেদারল্যান্ডসের বিপক্ষে ২৩০ রানের টার্গেট পেয়েছে বাংলাদেশ দল। কোলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২২৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস। শুরুতেই ডাচদের চাপে ফেলে দেন বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। দলীয় ৩ রানে বিক্রমজিৎ সিং আউট হয়েছেন তাসকিনের বলে। এক রানের ব্যবধানে শরিফুলের শিকার হয়েছেন ম্যাক্স ও’ডাউড।

প্রাথমিক বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেন ওয়েসলি বারেসি ও কলিন অ্যাকারম্যান। তৃতীয় উইকেট জুটিতে ৫৯ রান যোগ করেন তারা। নেদারল্যান্ডসের ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ওয়েসলি বারেসিকে আউট করে এই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান।

৪১ রান করেন বারেসি। দলীয় ৬৩ রানে ওয়েসলি বারেসির পর আউট হয়েছেন কলিন অ্যাকারম্যানও। তাকে আউট করেন সাকিব আল হাসান। দলীয় ১০৭ রানে বাস ডি লিডি আউট হলে পঞ্চম উইকেট হারায় নেদারল্যান্ডস। ম্যাচে তাসকিনের দ্বিতীয় শিকার হয়েছেন বাস ডি লিডি।

দলের এই বিপদের সময় সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে নিয়ে ভালো একটা পার্টনারশিপ গড়েন অধিনায়ক স্কট এডওয়ার্ডস। ষষ্ঠ উইকেট জুটিতে ৭৮ রান যোগ করেন তারা। নেদারল্যান্ডসের ইনিংসে সর্বোচ্চ রানের জুটি এটি। এই জুটিও ভাঙেন মুস্তাফিজুর রহমান। ৬৮ রানে আউট হয়েছেন এডওয়ার্ডস। নেদারল্যান্ডের সংগ্রহ তখন ৬ উইকেটে ১৮৫ রান। এই ১৮৫ রানেই আবার বিদায় নিয়েছেন সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট।

শেষ দিকে লোগান ফন বিকের ১৬ বলে অপরাজিত ২৩ রানে ৫০ ওভারে ২২৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস।

শরিফুল, তাসকিন, মুস্তাফিজ ও মেহেদী নিয়েছেন ২টি করে উইকেট।

Exit mobile version