আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বৃহস্পতিবার রাতেই উড়াল দেবে বাংলাদেশ। এই অবস্থায় চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের পূর্বঘোষিত স্কোয়াডে কোনো পরিবর্তনের সুযোগ নেই। তবুও চোট ঝুকিতে দলের সঙ্গে দুবাইয়ে যাবেন বাড়তি দুজন পেসার। সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্ট শুরুর আগে অনুশীলনে থাকছেন সৈয়দ খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
তবে দুজনই চ্যাম্পিয়ন্স ট্রফির শুরুর আগে দেশে ফিরে আসবেন। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন বিষয়টা নিশ্চিত করেছেন। এ বিষয়ে তিনি বলেন,‘জাতীয় দলের সঙ্গে দুজন পেসার যাবে, হাসান মাহমুদ ও খালেদ। মূলত প্রস্তুতি পর্বে ওরা সাহায্য করবে দলকে। বাংলাদেশের প্রথম ম্যাচের আগে ওরা চলে আসবে। সংযুক্ত আরব আমিরাতে যে কয়েক দিন অনুশীলন, সেখানে থাকবে ওরা।’
সদ্য সমাপ্ত বিপিএলে চমৎকার বোলিং করেছেন এই দুই পেসার। খুলনা টাইগার্সের হয়ে ১৩ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন হাসান। আর ১৪ ম্যাচে ২০ উইকেট শিকারী চিটাগং কিংসের খালেদ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। এরপর রাওয়ালপিন্ডিতে নিউ জিল্যান্ড ও পাকিস্তানের মুখোমুখি হবে তারা।