নারী বিশ্বকাপ ক্রিকেটের বাছাইয়ে আজ আবার মাঠে নামছে বাংলাদেশ। লাহোরে সকাল সাড়ে দশটায় শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের এটি চতুর্থ ম্যাচ।
ছয় দলের টুর্নামেন্টে বাংলাদেশ তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে নেতৃত্ব দিচ্ছে। আজ জয় পেলে চ্যাম্পিয়ন হওয়ার পথে অনেকটা এগিয়ে যাবে। তবে বাংলাদেশের শীর্ষস্থানের দিকে পাখির চোখ করে রেখেছে স্বাগতিক পাকিস্তান। তারাও তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে রান গড়ে বাংলাদেশ এগিয়ে।
পাকিস্তানও আজ তাদের চতুর্থ ম্যাচে মাঠে নামবে। তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। বাংলাদেশের তুলনায় পাকিস্তান প্রতিপক্ষ দুর্বল। তবে বাংলাদেশ যে দাপটের সঙ্গে এবারের টুর্নামেন্টে খেলছে তাতে করে ওয়েস্ট ইন্ডিজের উড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এমনিতে পয়েন্ট টেবিলে দলটির অবস্থা সুবিধাজনক নয়। ছয় দলের মধ্যে পঞ্চম অবস্থানে তারা। তিন ম্যাচ থেকে একটি মাত্র জয়। অন্যদিকে স্কটল্যান্ডের পয়েন্টর ভান্ডার এখনো খালি।
আজ বাংলাদেশ ও পাকিস্তান উভয় দল জয় পেলে শীর্ষস্থানের লড়াই আরো জমজমাট হবে। আগামী ১৯ এপ্রিল লাহোরে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এ ম্যাচে যারা জয় পাবে তারাই চ্যাম্পিয়ন হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















