টেস্ট সিরিজ শেষে টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ওয়ানডে দল ঘোষণা করেছে টাইগাররা। এবার ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা করেছে স্বাগতিকরা।
সফরে টেস্ট সিরিজ শেষে সেন্ট কিটসে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। এর পরেই শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশের বিপক্ষে স্বাগতিকদের ওয়ানডে দলে ফিরেছেন গ্রেভস। এছাড়া দলে নতুন মুখ জাঙ্গু।
১৫ সদস্যের দলে চার পেসার সুযোগ পেয়েছেন। তারা হলেন আলজারি জোসেফ, শামার জোসেফ, জেডেন সিলব ও ম্যাথু ফোর্ড। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজ থেকে দলে দুটি পরিবর্তন এসেছে স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড