টানা দুই হারে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে পাকিস্তান। একই অবস্থায় শান্ত-মিরাজদেরও। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির নিয়মরক্ষার ম্যাচে বৃহস্পতিবার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। দুই দলের জন্যই চ্যাম্পিয়নস ট্রফিতে জয় পাওয়ার শেষ সুযোগ! আসরের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান।
দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে পড়েছে স্বাগতিকরা।২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েও ব্যর্থ পাকিস্তান। ফলে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো অভিজ্ঞ ক্রিকেটারদের পাশাপাশি কাঠগড়ায় তোলা হচ্ছে আকিব জাভেদকে।
পাকিস্তানের প্রধান নির্বাচক তিনি, এই টুর্নামেন্ট পর্যন্ত দলের অন্তর্বতীকালীন প্রধান কোচও। তবে পাকিস্তান কোচের কাছে এই ম্যাচও দারুণ অর্থবহ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে তিনি বলেন,‘ক্রিকেটে আমরা বাইরের লোকেরা শুধু নির্দিষ্ট ম্যাচগুলো দেখি। একজন ক্রিকেটারের কথা বললে, তার এখানে কী হচ্ছে, ওখানে কী চলছে… প্রতিটি ম্যাচই প্রচুর চাপ বয়ে আনে। ব্যাট করতে নামার সময় সহজ বলে কিছু নেই। সবসময় শূন্য থেকে শুরু করতে হয়।’
এছাড়া তিনি বলেন,‘এটা বিশ্বকাপ নয়, এটা চ্যাম্পিয়ন্স ট্রফি। এখানে প্রাক-বাছাই বলে কিছু নেই, শীর্ষ আটটি দল এখানে খেলছে। কালকের ম্যাচও যে কোনো ম্যাচের মতোই গুরুত্বপূর্ণ। কারণ, বাজে অবস্থায় থাকলে সেখান থেকে ছাপ রাখার দাড়না থাকে ও জীবনে ঘুরে দাঁড়ানোর তাগিদ থাকে। কালকের দিনটিও খুব গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা কঠোর পরিশ্রম করব, কালকের ম্যাচে তাকাব এবং সামনে এগিয়ে এগিয়ে যাব।’