বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করবেন কোহলি!

গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছেন বিরাট কোহলি! এরপর ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে পারেননি। ছেলে অকায়ের জন্মের কারণে বিশ্রাম নিয়েছেন তিনি। প্রায় আট মাস বিরতির পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরবেন বিরাট কোহলি।

দীর্ঘতম সংস্করণে দীর্ঘদিন না খেলার পরও বাংলাদেশ সিরিজে বাসিত আলীর বাজির ঘোড়া কোহলি! কোহলি সাম্প্রতিক পারফরম্যান্সে আরেকটু নজর ফেরানো যাক। কিন্তু পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান বাসিত আলী মনে করেন, শুধু বাংলাদেশ নয়, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও বড় রানের ইনিংস খেলবেন কোহলি।

নিজের ইউটিউব চ্যানেলে গতকাল ৫৩ বছর বয়সী বাসিত বলেন, ‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না। শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করেনি। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন। ১১০ কিংবা ১১৫ নয়, ২০০ রানের ইনিংসও দেখতে পারেন তার কাছ থেকে।’

Exit mobile version