অবশেষে চূড়ান্ত হলো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বহুল আলোচিত টি-টোয়েন্টি সিরিজের সূচি। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে নিশ্চিত করেছে, আগামী ২৮ মে থেকে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ। লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রতিটি ম্যাচ।
প্রথমে সিরিজটি পাঁচ ম্যাচের হওয়ার কথা থাকলেও, সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি ও যৌথ আলোচনার ভিত্তিতে তা তিন ম্যাচে সীমাবদ্ধ করা হয়েছে। চলতি মাসের শুরুতে দুবাইয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি, বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমূল আবেদীনের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
সূচি অনুযায়ী, ২৮ মে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে, পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৩০ মে এবং ১ জুন। প্রতিটি ম্যাচই শুরু হবে পাকিস্তানের স্থানীয় সময় রাত ৮টায়, যা বাংলাদেশ সময় রাত ৯টা।
বাংলাদেশ দল ২৫ মে পাকিস্তানে পৌঁছাবে এবং দুই দিন প্রস্তুতি ক্যাম্প করবে লাহোরেই। লিটন দাসের নেতৃত্বে মাঠে নামবে বাংলাদেশ দল। সিরিজটি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই দেশের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করা হচ্ছে।
পাকিস্তানের সামরিক সংঘাতজনিত পরিস্থিতিতে সিরিজটি শঙ্কার মুখে পড়েছিল। তবে সাম্প্রতিক যুদ্ধবিরতির ফলে নতুন করে সবুজ সংকেত দেয় অন্তর্বর্তী সরকার। এরপরই সিরিজ আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় পিসিবি ও বিসিবি।
