গত বছর জুলাই বিপ্লব বা গণঅভ্যুত্থানের সময় নীরব ছিলেন বিশ্বসেরা সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশ সেরা এই ক্রিকেটারের এমন নীরব ভূমিকা দেখে সমর্থকরা বেজায় চটেছেন। গণঅভ্যুত্থানের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি সাকিব।
এমনকি, এরপর আর ফেরা হয়নি আওয়ামী লীগের এই সংসদ সদস্য। তবে এখনও জাতীয় দলের হয়ে খেলতে চান সাকিব। আর বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিতে চান ৩৮ বছর বয়সি এই ক্রিকেটার।
দেশেরএক ইংরেজি দৈনিক পত্রিকাকে এমনটাই জানান সাকিব। সেখানে নিজের ইচ্ছার কথাও জানিয়ে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন,‘ আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে। যদি কখনও সুযোগ হয়, তাহলে ১-২টি সিরিজ কিংবা আরও ১ বছর খেলার পরিকল্পনা করবো।
এছাড়া সাকিব বলেন,‘ আমার সবথেকে বড় ইচ্ছে হলো, আমার দেশের হয়ে খেলা। এই ইচ্ছে পূরণের জন্যই আমি কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং বোর্ড সভাপতির সঙ্গে কথা বলছি।
একই সাথে বাংলাদেশের এই পোস্টার বয় বলেন,‘ আপনি আমাকে গত ১৮ বছরের ক্রিকেট দিয়ে বিচার করবেন নাকি ছয় মাস দিয়ে বিচার করবেন সেটা আপনার বিষয়। তবে আমি মনে করি, আমার বাংলাদেশের হয়ে খেলাটা প্রাপ্য। বেশিরভাগ মানুষ চায় আমি বাংলাদেশের হয়ে খেলেই অবসর নিই। আমিও বিশ্বাস করি যে আর এক বা দুই বছর আমি খেলতে পারব।’
বর্তমানে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আছেন সাকিব। দেশের হয়ে তার খেলার ইচ্ছা আদৌ পূরণ হবে কি না তা সময়ই বলে দিবে।