বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি। ৬ ফুট ৮ ইঞ্চি উচ্চতার এই পেসার এবার সুযোগ পেয়েছেন আইপিএলে, যেখানে তিনি খেলবেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে।
দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সামনে রেখে জাতীয় দলের ডাকে সাড়া দিয়েছেন। তার পরিবর্তন হিসেবেই আরসিবি স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ২৮ বছর বয়সী মুজারাবানিকে। আইপিএলের পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে ৭৫ লাখ রুপিতে বাকি ম্যাচগুলোর জন্য দলে নেওয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে দারুণ ছন্দে ছিলেন মুজারাবানি। দুই ইনিংসে ৯ উইকেট নিয়ে ম্যাচসেরাও হন তিনি। সেই পারফরম্যান্সই সম্ভবত নজরে এনেছে আরসিবির।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এরই মধ্যে ৭০ ম্যাচে ৭৮ উইকেট শিকার করেছেন মুজারাবানি। টেস্ট ও ওয়ানডেতেও রয়েছে অভিজ্ঞতা। ফ্র্যাঞ্চাইজি লিগের অভিজ্ঞতায় তিনি খেলেছেন পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও আমিরাত টি-টোয়েন্টি লিগে।
২০২২ সালে লখনৌ সুপার জায়ান্টসের নেট বোলার হিসেবে আইপিএল ক্যাম্পে থাকলেও মূল দলে খেলার সুযোগ এবারই প্রথম। ২৬ মে থেকে তার পরিবর্তন কার্যকর হবে বলে জানানো হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, আরসিবির কোচ হিসেবে আছেন জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লাওয়ার। ধারণা করা হচ্ছে, তারই সুপারিশে বেঙ্গালুরুতে জায়গা পেয়েছেন মুজারাবানি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















