বাংলাদেশে ফিরেছেন মুশতাক

পাকিস্তান সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে বাংলাদেশ দলের দায়িত্বে আর মুশতাককে দেখা যায়নি। সবশেষ ভারত সিরিজেও ছিলেন না এই স্পিন কোচ। তখন বিসিবি জানায়, বিসিবির সঙ্গে দুই মাসের চুক্তির মেয়াদ শেষ হয়েছে মুশতাকের।

তবে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে আবারও মুশতাককে পাচ্ছেন তাইজুল-মিরাজ ও নাঈমরা। মিরপুর টেস্ট দিয়ে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হবে ২১ অক্টোবর। তার আগে শুক্রবার রাতে ঢাকায় আসেন মুশতাক। ঢাকায় পৌঁছে আজ (শনিবার) বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেন তিনি।

মিরপুর শের-ই বাংলার মাঠে বোলারদের পাশাপাশি ব্যাটারদের নিয়েও কাজ করতে দেখা গেছে মুশতাককে। এ বিষয়ে বিসিবির সিনিয়ার মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম খেলা লাইভকে বলেন,‘দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য মুশতাককে ফেরানো হয়েছে।’

গত পাকিস্তান সিরিজে মুশতাক কাজ করেছিলেন দিনভিত্তিক চুক্তিতে। পরে চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ায় ভারত সফরে তাকে দেখা যায়নি। তবে বিসিবির সঙ্গে তখনই কথা ছিলো অন্য কমিটমেন্টের ফাঁকে সময় পেলে কাজ করবেন তিনি। এমনকি বাংলাদেশের সঙ্গে দীর্ঘ সময়ের জন্যও চুক্তির ইচ্ছা রয়েছে পাকিস্তানের সাবেক এই লেগস্পিন গ্রেটের।

Exit mobile version