ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে হেরে গেছে স্বাগতিক পাকিস্তান। মুলতানে অনুষ্ঠিত এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ১২০ রানে জয় পেয়েছে। তাদের এ জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ ব্যবধানে শেষ হয়েছে। আর তাতেই কপাল পুড়েছে এই দুই দেশের। অন্যদিকে পৌষ মাস বাংলাদেশের। পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ড্র হওয়ায় তাদেরকে টপকে বাংলাদেশ নবম স্থান থেকে সপ্তম স্থানে উঠে এসেছে। ওয়েস্ট ইন্ডিজ অষ্টম স্থানে। আর সিরিজ শুরুর আগে সপ্তম স্থানে থাকা পাকিস্তান নেমে গেছে নবম স্থানে।
সিরিজ ড্র হওয়ায় পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট কমেছে। ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ২৮.২১, পাকিস্তানের ২৭.৯৮। আর বাংলাদেশের ৩১.২৫।
২০২৩-২৫ টেস্ট চক্র এখনো শেষ হয়নি। তবে সিরিজ না জিততে পারায় পয়েন্টের শতাংশে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের পেছনে পড়ে গেছে। টেস্ট চ্যাম্পিয়নশিপে সাধারণত দলগুলোর র্যাংকিং হয় পয়েন্টের শতাংশে। প্রতিটি জয়ের জন্য বরাদ্দ ১২ পয়েন্ট, ড্র করলে ৬ পয়েন্ট। ১২ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ছিল ৩১.২৫। এই পয়েন্ট নিয়ে বাংলাদেশকে সপ্তম স্থানে উঠতে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দিকে তাকিয়ে ছিল। দুই দলের কেউ ১২ পয়েন্টের বেশি না পেলেই বাংলাদেশ সপ্তম স্থানে উঠে আসবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। বাংলাদেশ সপ্তম স্থানে উঠে এসেছে আর পাকিস্তান সবার নিচে থেকে এবারের টেস্ট চক্র শেষ করেছে।