অভিজ্ঞ তরাকা ক্রিকেটারদের বিদায়ের পর বাংলাদেশ এখন ‘ট্রানজিশন পিরিয়ডের’ মধ্যে আছে বলেই মনে করছেন শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার সনাৎ জয়সুরিয়া। তবে টাইগারদের অনেক নতুন ক্রিকেটারের মধ্যেই সম্ভাবনা দেখতে পাচ্ছেন এই লঙ্কান।
বাংলাদেশের ক্রিকেট নিয়ে জয়সুরিয়া বলেন,এখনকার ক্রিকেটারদের মধ্য থেকেও উঠে আসতে পারেন ভবিষ্যতের তারকারা। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের আগের দিন শনিবার বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে আলাপ করার সময় এ মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি বলেন,‘বাংলাদেশের অনেক ক্রিকেটারই রয়েছে (যারা সুপারস্টার হতে পারে), একজনের নাম বলতে পারছি না। সবাই কঠোর পরিশ্রম করছে। বাংলাদেশ ভালো কিছু ক্রিকেটার তৈরি করতে যাচ্ছে।’
পরবর্তীতে বাংলাদেশ দল এবং ক্রিকেটারদের প্রতিভা নিয়ে জয়সুরিয়া আরও বলেন, ‘বাংলাদেশের অনেক প্রতিভাবান ক্রিকেটার রয়েছে। তারা এসব নিয়ে কাজ করছে। ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে সবাইকেই যেতে হয়। আমরাও গিয়েছি, অন্য যেকোনো দলকেও যেতে হবে। তাদের কঠোর পরিশ্রম করে স্বাভাবিক জায়গায় ফিরতে হবে। কেবল কঠোর পরিশ্রম করতে হবে, এটাই।’
