পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলতে গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সিরিজের প্রথম ম্যাচে আজ শুক্রবার শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুই দল মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। শারজাহ স্টেডিয়ামের সঙ্গে বেশ পরিচিতি আছে টাইগার ক্রিকেটারদের।
এখন পর্যন্ত আমিরাতের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, যার সবগুলোতেই তারা জয় পেয়েছে। ২০১৬ সালে প্রথম মিরপুরে জয় পায় বাংলাদেশ। এরপর ২০২২ সালে দুই ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-০তে জয় পায়।
তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ক্রিকেটীয় ফল খুব একটা স্বস্তিকর নয়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে তারা ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছে। যেখানে হেরেছে একটিতে।
ব্যর্থতা ভুলে সংযুক্ত আরব আমিরাত ও এরপর পাকিস্তান সিরিজে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ওপেনিংয়ে ব্যাট হাতে ইনিংস শুরু করবেন অধিনায়ক লিটন দাস। সঙ্গে বাঁ-হাতি ব্যাটার তানজিদ হাসান তামিম।
এ ছাড়া তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিকরাও থাকবেন একাদশে। স্পিন আক্রমণে থাকতে পারেন দুই অলরাউন্ডার রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। পেস বিভাগে মুস্তাফিজুর রহমানের সঙ্গে দেখা যেতে পারে তানজিম হাসান সাকিব এবং শরিফুল ইসলামকে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম।