বাংলাদেশ ক্রিকেট: কোচিংয়ের দায়িত্ব ছাড়লেন সালাউদ্দিন
বাংলাদেশ দলের কোচিংয়ের দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন সালাউদ্দিন! তিনি বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন । ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও মাত্র এক বছরের মাথায়ই বিদায় নিচ্ছেন দেশের অন্যতম অভিজ্ঞ এই কোচ।
ক্রিকেটবিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, নিজের বর্তমান ভূমিকা নিয়ে অসন্তুষ্ট থাকায় ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সালাহউদ্দিন। পদত্যাগের বিষয়ে সংক্ষিপ্তভাবে তিনি ক্রিকবাজকে বলেন, “হ্যাঁ, আমি পদত্যাগ করছি।” তবে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, পদত্যাগপত্রে সালাহউদ্দিন উল্লেখ করেছেন, বর্তমান দায়িত্বে তিনি আর তৃপ্তি পাচ্ছেন না, তাই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
এই সিদ্ধান্ত এসেছে এমন সময়, যখন বিসিবি আয়ারল্যান্ড সিরিজের জন্য মোহাম্মদ আশরাফুলকে নতুন ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। জাতীয় দলের ব্যাটিং বিভাগে সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স নিয়ে আলোচনা চলছিল, আর ঠিক তখনই দায়িত্ব ছাড়লেন সালাহউদ্দিন।
আগামী ৬ নভেম্বর বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড দল। সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা। সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
