আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন হোমসিরিজে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টে বেশ কিছু পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার ও অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আর টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক ক্রিকেটার, সাবেক নির্বাচক ও বর্তমানে বিসিবি পরিচালক আব্দুর রাজ্জাক। আজ বিসিবির সভা শেষে তাকে এই দায়িত্ব দেওয়ার কথা জানানো হয়। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টি জানিয়েছেন।
বেশ আগে থেকেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে কাজ করছেন রাজ্জাক। বেশ কয়েক বছর জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য ছিলেন বাংলাদেশ দলের সাবেক এই বাঁহাতি স্পিনার। বিভিন্ন সফরে তিনি জাতীয় দলের সঙ্গী হয়েছেন। ক্রিকেটারদের দেখভাল করেছেন। এমনকি অনুশীলনে তাকে সাময়িক কোচের দায়িত্বেও বিভিন্ন সময়ে দেখা গেছে।
এবার বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নিতে নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান রাজ্জাক। নির্বাচন শেষে তিনি বিসিবির পরিচালক হন প্রথমবারের মতো। পরে উইমেন্স উইংয়ের দায়িত্ব পান তিনি। আর এবারই প্রথম ‘টিম ডিরেক্টর’ হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।
অতীতে জাতীয় ক্রিকেট দলের ‘টিম ডিরেক্টর’ হিসেবে অনেকবার দেখা গেছে সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। তবে তিনি এখন অতীত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩


















