বাংলাদেশ-নিউজিল্যান্ড লাইভ আপডেট

রাত ৮টা ২৬ মিনিটে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওডিআই সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ছিলো ৩৩.৪ ওভারে ১৩৬/৫

সন্ধ্যা ৭.০০

বৃষ্টির কারণে শুরু হচ্ছে না খেলা

সন্ধ্যা ৬.৫৬

৭ টায় আবার শুরু হবে ম্যাচ

সন্ধ্যা ৬.৪১

বৃষ্টিতে আবার বন্ধ খেলা

সন্ধ্যা ৬.৩০

নাসুমের বোলে উইকেট হারালেন রাচিন রবীন্দ্র
নিউজিল্যান্ডঃ ১২৩/৫

সন্ধ্যা ৬.২৫

অর্ধশতক হাঁকিয়ে নাসুমের বোলে সাজঘরে ফিরলেন উইল ইয়ং

সন্ধ্যা ৬.১২ 

মুস্তাফিজের বোলে উইকেট হারালেন হেনরি নিকোলস

১১৩/৩

সন্ধ্যা ৬.০০
২৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৯৭/২

বিকাল ৪.৫০
মুস্তাফিজের বোলে এবার সাজঘরে ফিরলেন বোজ

বিকাল ৪.৩৫

মুস্তাফিজের বলে সাজঘরে ফিরলেন ফিন অ্যালেন

বিকাল ৪.৩০

বৃষ্টির পর শুরু হয়েছে খেলা। ম্যাচ হবে ৪২ ওভারের

স্কোর ১৪/০

বিকাল ৪.১৪

খেলা আবার শুরু হবে বিকাল সাড়ে চারটায়

দুপুর ২.২৪

বৃষ্টির জন্য খেলা বন্ধ আছে।

দুপুর ২.১৭

মুস্তাফিজুর রহমানের মেইডেন ওভার: তিন ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৬/০

দুপুর ২.০৬

ফিন অ্যালেন ও উইল ইয়াং নিউজিল্যান্ডের হয়ে ওপেনিং করছেন।

দুপুর ১ঃ৫০

নিউজিল্যান্ড একাদশঃ

ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, রচিন রবীন্দ্র, কোল ম্যাককোচি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক) ও ট্রেন্ট বোল্ট।

দুপুর ১ঃ৪০

বাংলাদেশ একাদশঃ

লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান, নুরুল হাসান, নাসুম আহমেদ, তানজিম হাসান ও মোস্তাফিজুর রহমান।

দুপুর ১:৩০

টসে জিতে বোলিং বেছে নিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস……… খেলা শুরু হবে দুপুর ২টায়। একাদশ নিয়ে কিছু বলেননি লিটন….

Exit mobile version