চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার নিয়মরক্ষার ম্যাচে বৃষ্টির শঙ্কা! গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে আগেই সেমির রেস থেকে ছিটকে গেছে দুই দল। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে খেলতে গিয়ে টানা দুই হারে টিকেছে নাজমুল হোসেন শান্তর দল। অন্যদিকে, দীর্ঘ ২৯ বছর পর ঘরের মাঠে ফেরা আইসিসির ইভেন্টে পাকিস্তান ইতোমধ্যে দর্শকের ভূমিকায়।
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’তে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে দুই দল। তবে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টায়। অবশ্য নিয়মরক্ষার ম্যাচটিতে বাগড়া বসাতে পারে বেরসিক বৃষ্টি। গত দিন দুয়েক ধরেই রাওয়ালপিন্ডির আকাশের মন ভার।
এর আগে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তবে রাওয়ালপিন্ডির আবহাওয়া পরিস্থিতি সমর্থকদের হতাশ করতে পারে। যদিও কিছুটা স্বস্তির খবর হচ্ছে, গতকাল থেকে আজ পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে। গতকাল যেখানে ৭৫ শতাংশের বেশি বৃষ্টির সম্ভাবনা ছিল আজ সেখানে অর্ধেকে নেমে এসেছে আবহাওয়া পূর্ভাবাস।
তবে এখনো সেভাবে রোদের দেখা মেলেনি বলেই জানা যাচ্ছে। এখন অনেকটা আধো আলো, আধো অন্ধকার পরিস্থিতি। আশার বিষয় হচ্ছে, ম্যাচ পুরোপুরি ভেস্তে না গেলেও কার্টেল ওভারের হওয়ার সম্ভাবনা রয়েছে।
এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ৩৯ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। এর মধ্যে বাংলাদেশ মাত্র ৫টিতে জিতেছে এবং ৩৪টিতে হেরেছে।