বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন প্রধান কোচ হিসেবে নিউজিল্যান্ডের সাবেক সফল কোচ মাইক হেসন আজ (২৭ মে) থেকে দায়িত্ব পালন শুরু করছেন।
সিরিজ শুরুর আগেই হেসনের অধীনে গড়া হয়েছে পুরো কোচিং ইউনিট। ব্যাটিং কোচ হিসেবে দায়িত্বে আছেন ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ মুখ হানিফ মালিক, যিনি পাকিস্তানে টেকনিক্যাল ব্যাটিং কোচ হিসেবে বিশেষভাবে পরিচিত। বোলিং কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক পেসার অ্যাশলি নফ, যার এটি প্রথম আন্তর্জাতিক দায়িত্ব হলেও তিনি বিগ ব্যাশসহ ঘরোয়া লিগে ছিলেন কার্যকর ভূমিকায়।
ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাসরুর। পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে থাকছেন তালহা ইজাজ এবং ফিটনেস ও স্ট্রেন্থ কোচ হিসেবে আছেন ইমরান উল্লাহ। দলে পুনরায় ম্যানেজার হিসেবে ফিরেছেন অভিজ্ঞ প্রশাসক নাভিদ আকরাম চিমা।
মূলত এই সিরিজ দিয়েই পাকিস্তান ও বাংলাদেশ উভয় দল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে। যদিও শুরুতে সিরিজটি ৫ ম্যাচের পরিকল্পনা ছিল, ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার কারণে তা কমিয়ে ৩ ম্যাচে আনা হয়েছে।
সিরিজটি শুরু হবে ২৮ মে, এরপর ম্যাচ হবে ৩০ মে এবং ১ জুন। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।
