টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে চট্টগ্রামে বাংলাদেশ

টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে চট্টগ্রামে বাংলাদেশ

মিশন এবার টি-টোয়েন্টি সিরিজ জয়। ছবি: সংগৃহীত

টেস্টের পর এবার মিশন টি-টোয়েন্টি

টেস্টের পর এবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ । শুরুর আগে পুরো দলই চাইছে সেই ধারাবাহিকতা ধরে রাখতে। দল চট্টগ্রামের উদ্দেশে আজ (মঙ্গলবার) ঢাকা ছাড়ার আগে ঠিক এমনটাই জানালেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর আব্দুর রাজ্জাক।

গণমাধ্যমকে তিনি বলেন, “ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে দুইটা সিরিজের একটা জিতেছি, একটা হেরেছি। মোটামুটি ভালোই হয়েছে। দুইটাই জিতলে আরও ভালো লাগত। এই সিরিজে আমাদের লক্ষ্য একটাই, টি-টোয়েন্টি সিরিজটা নিশ্চিত করা।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি মাঠে গড়াবে ২৭ নভেম্বর। দ্বিতীয় ম্যাচ ২৯ নভেম্বর এবং শেষ ম্যাচ ২ ডিসেম্বর। তিনটিই অনুষ্ঠিত হবে চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট ল্যাফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।

চলতি বছরের পারফরম্যান্স রাজ্জাকের চোখে ইতিবাচক। তবে তার মতে, টি-টোয়েন্টি মানেই মুহূর্তের খেলা। আমরা কিন্তু শেষ বেশিরভাগ টি-টোয়েন্টি সিরিজ জিতেছি। ফল তো ফলই। জিতলে খারাপ বলবো কীভাবে? এটা পুরোপুরি মোমেন্টামের খেলা। সেই মোমেন্টামটা ধরে রাখতে পারলেই ফল আমাদের দিকেই আসবে।

টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই আমরা নামছি, চট্টগ্রামের উইকেট বরাবরই রানসমৃদ্ধ হয়। এ বিষয়টিও মনে ধরেছে রাজ্জাকের,যে দল মোমেন্টামে বেশি সময় থাকে, ম্যাচটা তারাই নেয়। আমরা চেষ্টা করবো সেটা ধরে রাখার। উইকেট দেখিনি এখনো, তবে জেতার জন্য যত রান দরকার, আমরা সেটাই করতে চাই।

Exit mobile version