বাজে ব্যাটিং নিয়ে জরুরী সভায় সিমন্স

বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিং ব্যর্থতার মেঘ যেন কাটছেই না। সাম্প্রতিক টেস্ট সিরিজগুলোতে ব্যাটিং ইউনিটের দুর্বলতা বাংলাদেশের ফলাফলে বড় ধরনের প্রভাব ফেলেছে।

গত আগস্টে পাকিস্তানের মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ জয়ের পর আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। তবে ভারতে গিয়ে ভারতের বিপক্ষে সিরিজে খেই হারায় টাইগাররা। প্রথমে গোয়ালিয়র টেস্টে ২৮০ রানের ব্যবধানে পরাজয়, এরপর কানপুরে ৭ উইকেটের পরাজয়—ব্যাটারদের ব্যর্থতার চিত্র ছিল স্পষ্ট। দেশে ফিরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজেও সেই ব্যর্থতা অব্যাহত থাকে।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর আসন্ন আফগানিস্তান সিরিজের আগে দলের ব্যাটারদের নিয়ে গভীর আলোচনা চলছে। সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশ দলের কোচিং স্টাফ ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে ক্ষুব্ধ। দলের ব্যাটিং কোচ ডেভিড হেম্প জানান, আফগানিস্তান সিরিজের আগে ব্যাটারদের ফর্ম নিয়ে বিশেষ মিটিং করবেন প্রধান কোচ ফিল সিমন্স। এই স্কিল মিটিংয়ে ব্যাটারদের প্রত্যেকের ভূমিকা নির্ধারণ করা হবে এবং তাদের ফর্ম উন্নয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

ডেভিড হেম্প আরও বলেন, “প্রত্যেকের কাছেই ভালো পারফরম্যান্স প্রত্যাশিত। তবে পরিস্থিতি বুঝে মানিয়ে নেওয়াই মূল বিষয়। আসন্ন সিরিজে ব্যাটাররা কেমন খেলে, সেটাই এখন দেখার বিষয়।”

আফগানিস্তান সিরিজের আগে প্রধান কোচের এই বিশেষ মিটিংয়ে কী আলোচনা হয় এবং ব্যাটাররা মাঠে কেমন সাড়া দেয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

Exit mobile version