১০৭ রানের জয়ের লক্ষ্যে ৬২ রানে ৬ উইকেট হারানোর পর এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একটা পরাজয়ের সামনে দাঁড়িয়েছিলো পাকিস্তান। সেখান থেকে অপরাজিত সর্বোচ্চ ৩২ রানের সাথে তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়েন পাকিস্তান অধিনায়ক বাবর আজম।
বোলারদের তান্ডবের পর সহজ জয়ের টার্গেট পেয়েও ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচ হেরে যাওয়ার চিত্রটা এই ম্যাচেও ফিরে আসছিলো প্রায়। শেষ পর্যন্ত সেটি আর হতে দেননি অধিনায়ক বাবর আজম। যদিও প্রথম ম্যাচে বোলারদের কারণেই যুক্তরাষ্ট্রের কাছে আপসেটের শিকার হয় পাকিস্তান।
পাকিস্তানের দুই ওপেনার সাইম আইয়ূব ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে ১৭ রান করে আসে। কিন্তু এদের বিদায়ের পরই উইকেটে নিয়মিত আসা যাওয়া শুরু করেন পাকিস্তানের অন্য ব্যাটাররা। একপ্রান্ত আগলে রেখে সেটি আর হতে দেননি বাবর।
পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারে মোহাম্মদ রিজওয়ানকে আউট করা ম্যাককার্থি ইনিংসের দশম ওভারের প্রথম ও তৃতীয় বলে উসমান খান ও শাদাব খানকে আউট করেন। এর পরের ওভারেই আউট হন ইমাদ ওয়াসিম।
৬২ রানে ৬ উইকেট হারানোর পর ৭ম উইকেটে আব্বাস আফ্রিদিকে নিয়ে বিপর্যয় সামাল দেয়ার পাশাপাশি দলকে জয়ের খুব কাছে নিয়ে যান। দলীয় ৯৫ রানে ১৭ রান করা আব্বাস আউট হলে ইনিংসে এসে ঝড় তোলেন শাহিন আফ্রিদি। ৫ বলে করেন ১৩ রান। ডেলানির করা ১৯তম ওভারের ৫ম বলে ছক্কা হাকিয়ে জয়সূচক রানটাও আসে শাহিনের ব্যাটে।
